পটুয়াখালীতে ১১ লক্ষ গলদা ও বাগদা চিংড়ির রেনু আটক

পটুয়াখালীতে ১১ লক্ষ গলদা ও বাগদা চিংড়ির রেনু আটক
আব্দুল আলীম খান পটুয়াখালী : পটুয়াখালীর নতুন বাস স্টান্ড ২ মে বৃহস্পতিবার রাত্র ১১ ঘটিকার সময় ভ্রাম্যমান আদালত, তানভীরা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৯৬৫৭) গাড়িটিকে ৭৩টি
 ড্রাম ভর্তি  প্রায় ১১  লক্ষ  গলদা ও বাগদা চিংড়ির রেণু  সহ ড্রাইভার ও হেলপারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত, বাগদা ও গলদা বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকার মত।
 
জানা গেছে ,ড্রাইভার ও হেলপার কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক ৩০০০ হাজার টাকা করে দুজনকে জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নাসির উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তার কার্যালয় মোঃ সোহেল মাহমুদ, অফিস সহকারী মোহাম্মদ নেছার উদ্দিন এদের উপস্থিতিতে পটুয়াখালী সদর থানার এসআই মোহাম্মদ বাশারের  তত্ত্বাবধানে পটুয়াখালী ফটিকের খেয়াঘাট ড্রাম ভর্তি গাড়িটি কে নিয়ে যাওয়া হয়। ফটিকের খেয়া ঘাট থেকে ৭৩  টি ড্রাম  নামানো হয় সেখান থেকে ১২ টি ড্রাম ভর্তি রেনু পটুয়াখালী সদর থানার ও পটুয়াখালী সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে অবমুক্ত করে। বাকি ড্রামের রেনু গুলো ফটিকের খেয়াঘাট হতে লাউকঠী নদীতে অবমুক্ত করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানন, সুনির্দিষ্টভাবে রেনুর মালিক চিহ্নিত করা যায়নি অভিনব পদ্ধতিতে গাড়ির ছিট খুলে এবং গাড়ির বাংকারের বিভিন্ন স্থানে  ৭৩ টি  ড্রাম ভর্তি রেনু পোনা পাওয়া গেছে তিনি আরো জানান গাড়ির ড্রাইভার ও হেলপারকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারা মোতাবেক ৩০০০ টাকা করে দু জনকে জরিমানা করা হয়েছে  গাড়িটি শ্যামনগর, ঢাকা টু কুয়াকাটা রুটে চলাচল করে এবং এ অভিযান অব্যাহত থাকবে।